Monday, September 18, 2023

 


আত্মহত্যাই শেষ সমাধান নয়!

আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, সে অস্ত্র তার হাতে থাকবে। জাহান্নামে সে অস্ত্র দ্বারা স্বীয় পেটে আঘাত করতে থাকবে।  এভাবে সেখানে সে চিরকাল অবস্থান থাকবে। যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনে অবস্থান করে উক্ত বিষ পান করতে থাকবে। এভাবে সেখানে সে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যক্তি নিজেকে পাহাড় থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে; সে ব্যক্তি সর্বদা পাহাড় থেকে নিচে গড়িয়ে জহান্নামের আগুনে পতিত হতে থাকবে। সেখানে সে চিরকাল অবস্থান করবে। 

[সহীহ মুসলিম-১০৯]

No comments:

Post a Comment

Situation is changeable

  পরিস্থিতি পরিবর্তনশীল: ধৈর্য্য ধরুন জীবনে পরিস্থিতি কখনো স্থির থাকে না। সময়ের সাথে সাথে, আমাদের চারপাশের ঘটনা, সম্পর্ক, আর্থিক অবস্থা, স্ব...