Sunday, September 10, 2023

কিছু আচরণ সহে যেতে হয়!

 

[এখানে আমার আপু বসবে]

টিএসএসি (ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়) -থেকে উত্তরায় আসবো। রাত প্রায় ৯ টা। নিউমার্কেট ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই 'বিকাশ' বাস আসলো। বেশ কিছু সীট খালি আছে। ড্রাইভারের পিছনে দুটো সীট খালি পেয়ে বসে পড়লাম। পরক্ষনেই এক ভদ্রলোক আমার পার্শ্বে বসে পড়ল। কিছু বলার পূর্বেই ভদ্রলোক বললেন যে, ফার্মগেট যাবেন। নিউমার্কেট পার হয়ে, আমাদের বাসে চারজন মহিলা উঠলো। দুজন মধ্যবয়সী আর বাকি দুজন ভার্সিটি বা কলেজ পড়ুয়া হবে। তিনজন মহিলা সীটে বসলো, আরেকজন সীট না পেয়ে দাঁড়িয়ে রইল। করিডরে মেয়েটিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে- আমি সীট থেকে দাঁড়ালাম ও ভদ্রমেয়েকে ইঙ্গিতে বসতে বললাম। মেয়েটি বসে পড়ল এবং মুঠোফোনে ব্যাস্ত হয়ে গেলো। পুরো বাসটিতে আমি একাই দাঁড়িয়ে যাচ্ছি। ফার্মগেট পৌঁছার পর, মেয়েটির পার্শ্বের সীটটি খালি হলো। অর্থাৎ (আমার পাশের সীটের ভদ্রলোকের সীট) আঙ্কল্ ওনার নিজের সীটে, আমাকে বসতে বলে- নেমে গেলেন। আমি সেখানে বসতে যাবো তো ভদ্রমেয়ে আমাকে বাধা দিয়ে বললো, না এখানে আমার আপু বসবে। অতঃপর মহিলা সীটে বসা তিনজন মহিলাদের থেকে মেয়েটি তার আপুকে ডেকে পাশে বসালেন এবং নিউজফিডে মেতে উঠলেন। বাকি মহিলা দুজন ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছে। আমি কিংকর্তব্যবিমুঢ়! বাসের  হ্যাঙ্কারে বাদুড়ঝোলা হয়ে- করিডরে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারিনি যে, মেয়েটির সাথে ঘটে যাওয়া আচরণ অন্যেরা খেয়াল করেছে। ইঞ্জিনের আওয়াজ হালকা হলে, পিছন থেকে আমাকে একজন ডাকলো এবং মেয়েটির আচরণের বিবৃতি নিয়ে (উত্তেজিত হয়ে) বললো, আপনি এখানে বসুন। আমি এক্ষুনি তাদের (ভদ্রমেয়ে ও তার বোন) -কে সীট থেকে উঠিয়ে দিবো। এই ভদ্রলোকের সাথে আরও কয়েকজন ক্ষিপ্ত হলো। আমি সর্বস্ব দিয়ে এদেরকে শান্ত করলাম ও মেয়েটার অক্ষমতা প্রকাশ করলাম। অনেকেই মেয়েটাকে নিয়ে মন্তব্য করতে লাগলো। তবে, মেয়েটিকে এসব বুঝতে দেই নি। ভাবনায় ঘুড়পাক খাচ্ছিলো, মেয়েটা যাকে আপু দাবী করে পাশে বসালেন 'তিনি' ও বাকি দুজন মহিলাও তো বিষয়টি চাক্ষুষ জ্ঞাত; তবে এদের বুঝটাও কি ভদ্রমেয়েটার মতো! খিলক্ষেত ছুঁই ছুঁই । দাঁড়িয়েই যাচ্ছি আমি। তারা নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভদ্রমেয়েটার ভদ্রআপুটা মাথা ঘুড়িয়ে পিছনের দিকে তাকালো। আমি না দেখার ভানকরে দাঁড়িয়ে আছি। খুব ইচ্ছে ছিলো- ভদ্রমেয়েকে ভদ্রভাবে কয়েকটা ভদ্রকথা বলবো; কিন্তু ভদ্রসমাজে ভদ্রপোশাকে ভদ্রভাষা ব্যক্ত করতে পারিনি...



No comments:

Post a Comment

Situation is changeable

  পরিস্থিতি পরিবর্তনশীল: ধৈর্য্য ধরুন জীবনে পরিস্থিতি কখনো স্থির থাকে না। সময়ের সাথে সাথে, আমাদের চারপাশের ঘটনা, সম্পর্ক, আর্থিক অবস্থা, স্ব...