Sunday, September 24, 2023



নাফিস! 

তখন খুব নম্রস্বরে জানতে চেয়েছিলি যে, আমার কষ্ট হয়েছে কি-না। তোর কথাটা শুনে দীর্ঘশ্বাস ফেলছিলাম। তোর দিকে মাথাতুলে ফিরেও তাকাই নি। ‘হয়তো কিছু বলতে পারি’ এমনটি ভেবে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলি। অথচ আমি কিছুই বলিনি তোকে। নিশ্চুপ ছিলাম। এমনকি বসতেও বলিনি। এলোমেলো কি'সব ভাবনায় ডুবে ছিলাম। খানিক বাদে,  রুম থেকে বেরিয়ে চলে গেছিস্। 

আচ্ছা তুই কি জানিস, ইট-পাথরের ভাড়ী রাস্তার পাশে, বস্তি ও গাছের নিচে, যাপিত জীবনগুলোর রাতগুলো কতটা দীর্ঘ হয়?

No comments:

Post a Comment

Situation is changeable

  পরিস্থিতি পরিবর্তনশীল: ধৈর্য্য ধরুন জীবনে পরিস্থিতি কখনো স্থির থাকে না। সময়ের সাথে সাথে, আমাদের চারপাশের ঘটনা, সম্পর্ক, আর্থিক অবস্থা, স্ব...